BanshkhaliTimes

আল্লামা ইকবাল কালচারাল সোসাইটির সেমিনার অনুষ্ঠিত

BanshkhaliTimes

আল্লামা ইকবাল কালচারাল সোসাইটির আয়োজনে আল্লামা ড. মোহাম্মদ ইকবাল ও কাজী নজরুল ইসলামের সম্প্রীতির বার্তা শীর্ষক সেমিনার সোসাইটির সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামীর সভাপতিত্বে ৩০ মে বৃহস্পতিবার বিকাল ৪ টায় পুরানা পল্টনস্থ হোটেল ফারসে অনুষ্ঠিত হয়।
সেমিনারে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়। উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, ড. আনিসুজ্জামান, মেজর জেনারেল এহতেশামুল হক, সাবেক নির্বাচন কমিশন সচিব ড. মোহাম্মদ জকরিয়া, ড. খালেকুজ্জামান ও কবি আসলাম সানি।

আমন্ত্রিত রাষ্ট্রদূতদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন পাকিস্তানের ডিপুটি হাই কমিশনার কামার আব্বাস খোকার।সেমিনারে বক্তাগণ বলেন অসাম্প্রদায়িক সুফিবাদি সাহিত্যে কবি আল্লামা ড. মোহাম্মদ ইকবাল ও কাজী নজরুল ইসলাম যে সম্প্রীতির বার্তা দিয়ে গেছেন তা অহিংস শান্তিময় বিশ্বগড়তে বিশাল অবদান রাখবে। ইকবাল পাকিস্তানের জাতীয় কবি হওয়ার পরও ‘সারা জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা’ সহ ভারতের অনেক দেশাত্মবোধক জনপ্রিয় গান কবিতা লিখেছেন। কাজী নজরুল ইসলাম যেমনি হামদ নাত লিখেছেন তেমনি শ্যামা সঙ্গীত লিখে অহিংস সম্প্রীতির বার্তা দিয়ে গেছেন।
সেমিনারে সাহিত্য, মানব সেবায় অহিদা বানু, প্রকাশনা শিল্পে মিজানুর রহমান পাটোয়ারি, সাংবাদিকতায় কালবেলার সিনিয়র রিপোর্টার মাইদুর রহমান রুবেল, আর টিভির মাইন উদ্দিন মামুন, এটিএন নিউজের সাজ্জাদ আরিফ, মাহবুব মুকুল, মোস্তফা কামাল মাহদি, রেজওয়ানুল হক কাজী সাব্বিরসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট জনদের সাহিত্য, কবিতা ও মানবসেবায় ড. মোহাম্মদ ইকবাল এওয়ার্ড দেয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *