ইউনিয়নভিত্তিক সামাজিক সংগঠন সাধনপুর ঐক্য পরিষদের নব-নির্বাচিত কমিটির অভিষেক, ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান নগরীর একটি রেস্তোরাঁয় গত ২২ জুলাই ২০২৩ ইং সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দীন চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে.এম. সালাহউদ্দীন কামাল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ রোকশেদ খান, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট লোকসংগীত শিল্পী শিমুল শীল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ মামুনুল ইসলাম চৌধুরী, শামসুল আলম, হাসানুজ্জামান রাসেল, মোহাম্মদ ছরোয়ার উদ্দিন, মোহাম্মদ তৌহিদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ এমরান হোসেন, উত্তম দাশ, ইঞ্জিনিয়ার মামুনুর রশীদ, মোহাম্মদ রাজিব, মোহাম্মদ আবদুল গোফরান, আব্বাস উদ্দিন, আবুল কালাম আজাদ, মোহাম্মদ রোমান উদ্দিন, জিয়াউর রহমান, এবাদুল হক, বাবু বিবরন দাশ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান কে.এম. সালাহউদ্দীন কামাল বলেন- ‘এ সংগঠন অত্র এলাকার আর্তসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এলাকার উন্নয়নে সবাই ঐক্যবদ্ধ হলে জনসাধারণ উপকৃত হবে।’
সভাপতির বক্তব্যে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ সাহাব উদ্দীন চৌধুরী বলেন- ‘২০২১ সালে এ সংগঠনের যাত্রা শুরু। আমরা বিভিন্ন সময় অসহায় ও দুস্থদের আর্থিক সহায়তা, চিকিৎসা সহায়তা, গরীব-মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা, কন্যাদায়গ্রস্ত পিতাদের বিয়েতে সহযোগিতাসহ এলাকার সার্বিক উন্নয়নে সকলে সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছি।’
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াক্কাস উদ্দিনের সঞ্চালনায় জমজমাট এই ঈদ পুনর্মিলনী নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়।
প্রেস বিজ্ঞপ্তি