বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন আইআইইউসি’র নতুন কমিটি

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে অধ্যয়নরত বাঁশখালীর শিক্ষার্থীদের সংগঠন বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন আইআইইউসি’র কার্যকরী পরিষদের নির্বাচন ৮ নভেম্বর শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোন্তাসির বিল্লাহ রাহাতের সভাপতিত্বে কমিটি গঠন সভা ও নির্বাচনে ১০২ জন ভোটার প্রত্যক্ষভাবে ভোটাধিকার প্রয়োগ করেন। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আইআইইউসির সহকারী অধ্যাপক মোহাম্মদ আরিফুল হক ও নির্বাচন কমিশনার ছিলেন বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরফাত।
সদস্যদের প্রত্যক্ষ ভোটে মোহাম্মদ এনাম সভাপতি ও কাজী মঈন উদ্দিন সায়মন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। কমিটির অন্যান্য পদে নির্বাচিতরা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল হক, সাংগঠনিক সম্পাদক কাজী মোহাম্মদ সালাউদ্দিন মাহি, অর্থ সম্পাদক মোহাম্মদ নাজমুল ইসলাম, ইভেন্ট ম্যানেজম্যান্ট সেক্রেটারি মোফাসসারুল হক আসাদ, ফটোগ্রাফি ইভেন্ট সেক্রেটারি আলিফ মর্তুজা, পাবলিক রিলেশন সেক্রেটারি মো. রাইয়ান মুন্তাসির নিফাজ, ফিমেল চ্যাপ্টার সেক্রেটারি হুমাইরা জান্নাত মিতু এবং স্পোর্টস সেক্রেটারি আনোয়ারুল ইসলাম সাগর।
অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আনুষ্ঠানিকভাবে অভিনন্দন জানানো হয়৷ নির্বাচিত দায়িত্বশীলগণ নির্ধারিত দায়িত্ব নিষ্ঠা ও আন্তরিকতার সাথে সম্পাদনের প্রত্যয় ব্যক্ত করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে বাঁশখালী স্টুডেন্টস এসোসিয়েশন আইআইইউসি মিটআপ প্রোগ্রাম, শীতবস্ত্র বিতরণ, বীচ ক্যাম্পিং, বারবিকিউ পার্টি, যাকাত কালেকশন, ইফতার মাহফিল, বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা, মেধাবীদের মাঝে শিক্ষা বৃত্তিসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করেন। প্রেস বিজ্ঞপ্তি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version