সাইফুদ্দীন বিন মোজাফফর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস’ অ্যাসোসিয়েশন অব বাঁশখালীর (ডুসাব) উদ্যোগে গতকাল ঢাকার একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজনে নবীন বরণ ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
ডুসাবের সাধারণ সম্পাদক আজিজুল হকের সঞ্চালনায় উদ্বোধনী বক্তব্য রাখেন ডুসাব সভাপতি মোঃ হাবিব উল্লাহ।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৩৫তম বিসিএস শিক্ষা ক্যাডার এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ফয়সাল আকবর, মীর মিযান এসোসিয়েটসের স্বত্বাধিকারী মিজানুর রহমান সিকদার, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তারেক আব্দুল্লাহ, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান এম মোরশেদ কাজেমসহ ডুসাবের সিনিয়র শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, চট্টগ্রামের আঞ্চলিক গানসহ বিভিন্ন সাংস্কৃতিক ইভেন্টের আয়োজন করা হয়। এতে ২০২২-২৩ সেশনের ১৮ জন নবীনকে ফুল এবং ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয় এবং সিনিয়রদেরকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। মিলনমেলার অংশ হিসেবে অনুষ্ঠান শুরুর আগে সংগঠনের পক্ষ থেকে ডুসাবের বর্তমান ও প্রাক্তন সদস্যরা ঐতিহাসিক লালবাগকেল্লা পরিদর্শন করেন।