বাঁশখালী টাইমস: বাঁশখালী খানখানাবাদ ইউনিয়নস্থ উত্তর কদম রসুল ছাত্র সংসদ কর্তৃক আয়োজিত ‘মেধাবৃত্তি প্রদান ২০১৯’ অনুষ্ঠান গত ২১ ফেব্রুয়ারি কদম রসুল আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।
অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাদুর রশীদের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সাইকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানখানাবাদ ইউনিয়নের আওয়ামীলীগের সহ সভাপতি, বিশিষ্ট সমাজসেবী এনামুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বি বি চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম উল্লাহ।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক চৌধুরী বলেন- ‘তরুণদের মাঝে শিক্ষা ও সুস্থ সংস্কৃতি বিকাশের মতো এমন উদ্যোগ আরও বেশি দরকার। শিক্ষার্থী থেকে শুরু করে গুণীজন সকল স্তরে সফলতার স্বীকৃতি মানুষকে অনুপ্রাণিত করে। আমি আশা করবো এই সংগঠন ভবিষ্যতেও তাদের সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখবে।