সিবিএ এলামনাই’র সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত বাঁশখালীর ইফাজ

রিয়াজুল হক রিফাত, বাঁশখালী টাইমস: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সেন্টার ফর বিজনেস এডমিনিস্ট্রেশন এলমনাই এসোসিয়েশনের (২০২৩-২৪) কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে।
এলমনাই সদস্যদের প্রত্যক্ষ ভোটে ২০২৩-২৪ সেশনের জন্য নির্বাহী কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে তরুণ উদ্যোক্ত, অন্যতম সংগঠক ও সামাজিক ব্যক্তিত্ব নাছিরুল করিম ইফাজ বিপুল ভোটে নির্বাচিত হয়েছে।
শুক্রবার (১৩ জানুয়ারি’২৩) সিইউসিবিএ ‘র এজিএম ও ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উৎসবমুখর পরিবেশে সংগঠনের এডহক কমিটির সদস্য সচিব এবিএম শিহাব উদ্দীনের সঞ্চালনায় ও আহবায়ক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বানিজ্য অনুষদের ডীন প্রফেসর হেলাল উদ্দীন নিজামী। বিশেষ অতিথি ছিলেন সিইউসিবিএ’র ডিরেক্টর প্রফেসর ড. জামাল উদ্দিন, চবি বানিজ্য অনুষদের প্রফেসর ড. আবদুল্লাহ আল মামুন ও চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. সজীব কুমার ঘোষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version