সাধনপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালীতে ঘরের বিমের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় শনিবার (১১ মার্চ) দুপুরে মোস্তাফা বেগম (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় নিহত গৃহবধূ মোস্তাফা বেগম (৪০) বাঁশখালী উপজেলার সাধনপুর ইউপির ৪ নম্বর ওয়ার্ড এলাকার কানা রাজার ভিটা পাড়া এলাকার আলতাফ হোসেনের স্ত্রী।
স্থানীয় ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, ‘ওই গৃহবধুর স্বামী আলতাফ হোসেন পেশায় একজন রাজমেস্ত্রি। প্রতিদিনের মতো আলতাফ সকালে খাবার খেয়ে কাজে চলে যায়। এদিন সকাল ১০ টার সময় স্থানীয় নাপিত এসে তাদের ছোট বাচ্চা তাহিয়া আক্তার (৪) এর চুল কাটে। এসময় তার মা সাথে ছিলেন। মেয়েকে গোসল করিয়ে দেন তার মা। মেয়েটি খেলা করে একপর্যায়ে মাকে ডাকতে গিয়ে দেখে ঘরের দরজা বন্ধ। ঘরে ডুকা যাচ্ছেনা। মেয়ের কান্না শুনে স্থানীয় একজন মুরুব্বী আমাকে ফোন দিলে আমি, চৌকিদার ও স্থানীয় চেয়ারম্যানসহ ঘটনাস্থলে যাই। পরে বাঁশখালী থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ পৌঁছান। তবে কেন, কি কারণে এ ঘটনা সংঘটিত হয়েছে তা জানা যায়নি।
রামদাশ হাঁট পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোলাইমান জানান,’স্থানীয়দের কাছে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ভেতর থেকে দরজা বন্ধ থাকায় টিনের চালা কেটে পরে দরজা খুলে ঘরে প্রবেশ করি। ঘরের একটি কক্ষে বিমের সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখি ওই গৃহবধূকে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যাচ্ছেনা বলে জানিয়েছেন তিনি।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন পিপিএম এ বিষয়ে বাঁশখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version