মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মোঃ ইউনুস (৪৫) নামে এক ভুয়া ডাক্তারকে গ্রেফতার করা হয়েছে। ২০ জুলাই ২০২৩ ইং বৃহস্পতিবার দুপুরে কালীপুর ইউনিয়নের গুনাগরী রামদাস মুন্সির হাট এলাকায় মেসার্স বাঁশখালী ফার্মেসীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান বাঁশখালী টাইমসকে জানান, গুনাগরীতে বাঁশখালী ফার্মেসীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিনব কায়দা চিকিৎসা-প্রতারণার প্রমাণ পাওয়া গেছে। পেনড্রাইভ ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে সর্বরোগের ডায়াগনোসিস ও চিকিৎসা করার অপরাধে সাতকানিয়া উপজেলার নাছির উদ্দিনের ছেলে গ্রাম ডাক্তার মোঃ ইউনুসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় ০৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া পঁচা-বাসি খাবার তৈরি ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্নাঘর পরিচালনা করায় গুনাগরীস্থ ইষ্টিকুটুম রেস্টুরেন্টকে দশ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।’