BanshkhaliTimes

প্রাবন্ধিক মুজিবুর রহমান রচিত দুটি গ্রন্থের পাঠ আলোচনা অনুষ্ঠিত

BanshkhaliTimes

চট্টগ্রাম একাডেমির উদ্যোগে প্রাবন্ধিক মুহাম্মদ মুজিবুর রহমানের দুটি গ্রন্থ ‘দেখা থেকে লেখা’ ও ‘সময় সংলাপ’–এর আলোচনা ও লেখাপাঠ অনুষ্ঠান গত ২০ জানুয়ারি ২০২৩ ইং সন্ধ্যায় নগরীর ফয়েজ নুরনাহার মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন- ‘লেখকরা সাধারণত চিন্তাশীল হন। বাস্তবতা ও কল্পনার সংমিশ্রণে লেখকরা তাদের প্রকৃত পরিচয় প্রকাশ করেন। এটাই তাঁদের স্থায়ী পরিচয়। লেখক মুহাম্মদ মুজিবুর রহমান এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তাঁর লেখায় সমাজচিত্র চমৎকারভাবে ফুটে ওঠে। লেখক একাধারে একজন শিক্ষাসংগঠক, সমাজসেবী, দার্শনিক, গবেষক ও বিদগ্ধ বক্তা। একাডেমির মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ড. আনোয়ারা আলম, প্রফেসর রীতা দত্ত, কবি আবু মুসা চৌধুরী, অধ্যাপক ববি বড়ুয়া প্রমুখ। কবি সাংবাদিক রাশেদ রউফের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন কবি অরুণ শীল।
এছাড়া কবিতা, গান ও কথামালায় অংশ নেন কবি জিন্নাহ চৌধুরী, সংগঠক জাহাঙ্গীর মিঞা, গল্পকার বিপুল বড়ুয়া, কথাসাহিত্যিক দীপক বড়ুয়া, লেখক এস এম আবদুল আজিজ, বায়েজিদ মডেল স্কুলের সভাপতি মাজহারুল হক, চবি গণিত অ্যালামনাই এসোসিয়েশনের সাধারণ সম্পাদক রেজাউল করিম স্বপন, স্লোগান নিউজের পরিচালক এ টিএম শহীদুল্লাহ, বাঁশখালী উপকূলীয় কলেজের উপাধ্যক্ষ বশির উদ্দিন কনক, সংবাদ পাঠক কোহিনূর শাকি, প্রাণপ্রকৃতি সম্পাদক শারুদ নিজাম, কবি গল্পকার রেহেনা মাহমুদ, শিশুসাহিত্যিক অপু বড়ুয়া, কবি জান্নাতুল ফেরদৌস, অধ্যাপক জমির হায়দার, অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী, অধ্যাপক শিউলী রানী দেবী, কথাসাহিত্যিক নাসের রহমান, শিশুসাহিত্যিক শৈবাল বড়ুয়া, লেখক সৈয়দ আহমদ দুলাল, কবি সিমলা চৌধুরী, এস এম মোখলেসুর রহমান, গল্পকার ফারজানা রহমান শিমু, আবৃত্তিশিল্পী প্রিয়াংকা সরকার, লেখক সরওয়ার আরমান। এসময় আরও উপস্থিত ছিলেন বাঁশখালী টাইমস সম্পাদক আবু ওবাইদা আরাফাত, বাঁশখালী এক্সপ্রেসের সিইও রহিম সৈকত, বাঁশখালী টাইমসের রিয়াজুল হক রিফাত, নাজেম উদ্দিন ও মুহাম্মদ আরিফ।
উক্ত অনুষ্ঠান বাঁশখালী টাইমসে লাইভ সম্প্রচারের মাধ্যমে অসংখ্য দর্শক-শ্রোতাদের কাছে পৌঁছে দেয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *