BanshkhaliTimes

২২ আগস্ট বুধবার পবিত্র ঈদুল আযহা

বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সে হিসেবে জিলহজ মাসের ১০ তারিখ আগামী ২২ আগস্ট বুধবার পবিত্র ঈদুল আযহা তথা কোরবানি ঈদ উদযাপিত হবে।

রবিবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ ঘোষণা দেয়া হয়।বৈঠকে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, রবিবার বাংলাদেশের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সোমবার থেকে জিলহজ মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ১০ জিলহজ ২২ আগস্ট বুধবার পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম উৎসব পবিত্র ঈদুল আজহা বাংলাদেশে কোরবানি ঈদ এবং বকরা ঈদ হিসেবেও পরিচিত। পবিত্র জিলহজ মাসের ১০, ১১ ও ১২ তারিখে হালাল পশু দিয়ে কোরবানি করা যাবে।

প্রসঙ্গত, ভৌগোলিক অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলোর একদিন পরে বাংলাদেশে নতুন চাঁদ দেখা যায়। এজন্য বাংলাদেশে রোজা ও ঈদ একদিন পরেই উদযাপন করা হয়। তবে কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন করা হয়।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version