বাঁশখালীর উত্তর সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব

বিটি ডেস্ক: বাঁশখালী উপজেলার উত্তর সরল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছরের প্রথম দিনে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে বিদ্যালয়ের হল-রুমে প্রধান শিক্ষক মোহাম্মদ হাসানের সভাপতিত্বে বই উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর সরল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. তারেকুল ইসলাম চৌধুরী।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুজন দেবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সরল ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর চৌধুরী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য নুরুল আজিজ চৌধুরী, ডা. মোহাম্মদ গিয়াস উদ্দীন, সরল আমিরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা তাহেরা বেগম চৌধুরী, বিদ্যালয়ের শিক্ষিকা রোকসানা আকতার, শায়েস্তা খানম, তাহেরা বেগম, ইসমত আরা বেগম।

বছরের প্রথম দিনে নতুন বই পেয়ে এসময় শিক্ষার্থীদের বেশ উৎফুল্ল দেখা যায়। কোমলমতি শিশুরা নতুন বই পেয়ে খুশি মনে বাড়ি ফেরে।

বই উৎসব অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির নবনির্বাচিত সভাপতি মো. তারেকুল ইসলাম চৌধুরীকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version