এতিম শিক্ষার্থীদের সাথে বাঁশখালী থানার ওসির ইফতার

ডেস্ক: কারো বাবা নেই, কারো নেই মা। আবার অনেকের নেই দুইজনই। এদের অনেকেই এখনও জানে না মা-বাবার সংজ্ঞা। তাদের ঠাঁই হয়েছে এতিমখানায়। লেখাপড়ার পাশাপাশি শিক্ষকদের কাছেই তারা মা, বাবার মায়া, মমতা অনুভব করে। এই মা, বাবা হারানো এতিম শিশু, কিশোর শিক্ষার্থীদের নিয়ে মেঝেতে বসে একসাথে ইফতার করেছেন বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দীন পিপিএম। তিনি শুক্রবার বাঁশখালীর চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদরাসার এতিমখানার শতাধিক এতিম শিক্ষার্থীদের সাথে ইফতার করেন। ইফতারের আগে তিনি এতিম শিক্ষার্থীদের সাথে কথা বলে লেখাপড়া, পরিবার, খাবারের মানসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এসময় এতিম শিক্ষার্থীরাও বেশ উৎফুল্ল মনে ওসির সাথে হাত মিলিয়ে কুশল বিনিময় করতে দেখা যায়। এসময় মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আবদুল জলিল, সহকারী পরিচালক মাওলানা ফোজাইল বিন আবদুল জলিল, মাওলানা মোহাম্মদ ইউনুস প্রমুখ উপস্থিত ছিলেন। পরে নিজস্ব অর্থায়নে মাদরাসার এতিমখানার মেঝেতে টাইলস বসানোর ব্যবস্থা করবেন বলে ঘোষণাও দেন বাঁশখালীর ওসি।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দীন পিপিএম জানান, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বিপিএম মহোদয়ের নির্দেশনায় ও বাঁশখালী থানার ওসি হিসেবে এখানকার এতিমদের খোঁজ খবর নেয়ার দায়িত্ববোধ থেকে আমি এতিমদের সাথে ইফতার আয়োজনে মিলিত হয়েছি। তাদের সাথে কথা বলে খুব ভালো লেগেছে, তারা ভালো আছে। ভালোভাবে পড়াশোনা করছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version