BanshkhaliTimes

‘VEZA’ নতুন অফিস উদ্বোধন করলেন সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন

BanshkhaliTimes

চট্টগ্রামের স্বনামধন্য এডভার্টাইজিং হাউজ ভেঝা’র (VEZA) নতুন অফিসের শুভ উদ্বোধন আন্দরকিল্লাস্থ নজির আহমদ চৌধুরী রোডে অনুষ্ঠিত হয়েছে।
বর্ধিত পরিসরে ক্রিয়েটিভ ডিজাইন, প্রিন্টিং প্রেস, অত্যাধুনিক পিভিসি ও লেমিনেশন মেশিনসহ পূর্ণাঙ্গ এই এডভার্টাইজিং হাউজের নতুন অফিস কেক কেটে উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রামের সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন বলেন-‘পরিবর্তনের সাথে তাল মিলিয়ে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তারুণ্যনির্ভর প্রতিষ্ঠান ‘ভেঝা’র উত্তরোত্তর সফলতা কামনা করি। আমি আশা করি এ প্রতিষ্ঠান নিজস্ব মেধা-মনন, আস্থা ও মানে গ্রাহকদের সন্তুষ্টি অর্জনের মাধ্যমে সমৃদ্ধি লাভ করবে।’
ভেঝা’র সিইও কাজী সাঈদের পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন হোটেল দি কক্স টুডে’র চেয়ারম্যান লায়ন জি.কে. লালা, নগর ও নাগরিক সভাপতি লায়ন আইয়ুব মোহাম্মদ, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির রেজিস্ট্রার আক্তারুজ্জামান কায়সার, সহকারী রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার, শিক্ষক সরোয়ার উদ্দিন, সোমেন চক্রবর্তী, লায়ন্স ক্লাব অব চিটাগং’র প্রেসিডেন্ট আব্দুর রব শাহীন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক নিউজের সম্পাদক আরকানুল ইসলাম, বাঁশখালী টাইমসের সম্পাদক আবু ওবাইদা আরাফাত, সম্প্রীতি বাংলাদেশের সংগঠক মালেকুজ্জামান রাজু, কাজী জুবাইর, কাজী জায়েদ প্রমুখ।

প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *