দিনশেষে একজন নারীও মানুষ
সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষকে আল্লাহ তাআলা পুরুষ ও নারী দুই ভাগে ভাগ করে দিয়েছেন। গঠনগত বৈশিষ্ট্যের দিক থেকে দুটি আলাদা দেখতে হলেও নামে একই ‘মানুষ’। আল্লাহ তাআলা কিছু পার্থক্য দিয়েছেন পুরুষ ও নারীর মধ্যকার, তাদের ভিন্ন ভিন্ন দায়িত্ব পালনের জন্য। কিন্তু আমরা মানুষেরা আরো কিছু পার্থক্য জুড়ে দিয়েছি নিজেদের মন মত। -আমরা জুড়ে দিয়েছি বয়সের …