‘ভাইয়ের হাতে ভাই খুন’ মানবতার বিপর্যয়!
ভাইয়ে ভাইয়ে খুন – মানবতার বিপর্যয়! মানবজাতি বিশ্বভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ – আবদ্ধ পারষ্পরিক আত্মার বন্ধনেও। আছে আবার মুসলিম ভ্রাতৃত্ব সহ জাতিগত ভ্রাতৃত্ব। কিন্তু কোথায় আজ সেই ভ্রাতৃত্ব? বলছি সেই ভ্রাতৃত্বের কথা যেথায় ছিল না কোন প্রতিহিংসা, ছিল না কোন বিদ্বেষ – ছিল শুধু শান্তির সুশীতল হাওয়া,ছিল ভালবাসা সম্প্রতি সহমর্মিতা। কেন আজ জ্বলছে চারদিক প্রতিহিংসার আগুন, …