বাঁশখালীর আলোচিত ৩ খুন, নিরাপত্তা ও প্রচারণা
বাঁশখালীতে সম্প্রতি ঘটে যাওয়া খুনের ঘটনাগুলো অনলাইন-অফলাইনে প্রচার করা কতটুকু যৌক্তিক! পর পর তিনটি নৃশংস খুন! সচেতন মানুষের বিবেককে নাড়া দেয়। অনেকই ঘটনাগুলোর প্রচার করে নিজেেদের পুঞ্জিভূত ক্ষোভকে প্রশমন করার চেষ্টা করছেন। আবার অনেকেই ঘটনার প্রচারকে বাঁশখালীর ভাবমুর্তি ক্ষুন্ন হচ্ছে মনে করেন। আসলে ঘটনা কেমন। কি করা উচিত! একটু আলোচনা করা যাক। আমেরিকান মনোবিজ্ঞানী #উইনকনসিন_ও_কলম্বিয়া_বিশ্ববিদ্যালয় …