বাংলাদেশের ইংলিশবধ
বাংলাদেশের ইংলিশবধ বাংলাদেশ এক দুর্দান্ত জয় পেয়েছে ইংল্যান্ডের বিপক্ষে। ১০৮ রাতের বিশাল জয়। শতরানের উদ্বোধনী জুটিতে শুরুটা দুর্দান্ত ছিল ইংল্যান্ডের। নতুন বলে উইকেট না আসায় অস্থির হয়ে পড়েছিল বাংলাদেশ। বোলিংয়ে একের পর পরিবর্তন করছিলেন অধিনায়ক মুশফিকুর রহিম। ঠিক সময় মতো আসে চা-বিরতি। বিশ্রাম নিয়ে সতেজ হয়ে ফিরে স্বাগিতকরা। প্রথম মেহেদী হাসান মিরাজ উইকেট পাওয়ার পর …