বাঁশখালীতে এমন ‘মরণসড়ক’ আমরা চাই না
বাঁশখালীতে এমন ‘মরণসড়ক’ আমরা চাই না আরকানুল ইসলাম বাঁশখালীতে এমন ‘মরণসড়ক’ আমরা চাই না। সড়ক প্রশস্ত হওয়ার পরও এভাবে সড়ক দুর্ঘটনায় লাশের মিছিল দীর্ঘ থেকে দীর্ঘতর হবে তা আমরা ভাবিনি! আজ সন্ধ্যার পর থেকে দুটি দুর্ঘটনা ঘটেছে। একটি রামদাস হাটের পর নুরজাহান ক্লাবের সামনে, যাতে বাবুল নামের একজনের মৃত্যু হয়েছে। আরেকটি হয়েছে চাঁনপুর বাজারে! এভাবে …