পথশিশুদের নিয়ে কাজের চেয়ে বাজনা বাজে বেশি
পথশিশুদের নিয়ে কাজের চেয়ে বাজনা বাজে বেশি ⚫ রায়হান আজাদ ছোটদের প্রতি প্রীতি ও ভালবাসা আমার স্বভাবজাত। অসহায়-ইয়াতিম শিশুর জন্য সদা মন কাঁধে। আজন্ম দুর্বলতা রয়েছে তাদের জন্যে। এমফিল শিরোনাম নিয়েছি যাকাতের অর্থে পথশিশুর পুনর্বাসন প্রক্রিয়া। করোনার ক্রান্তিকালে ২ বছর থমকে গিয়েছিল গবেষণা। এখন সুপারভাইজার স্যার দিচ্ছেন নিয়ত তাগাদা। গবেষণার একটি অংশ ফিল্ডওয়ার্ক -In depth …