দোষ করেছে সবাই, বদনাম কেবল বাঁশখালীর
বাঁশখালী টাইমস: ‘বাঁশখালী’ যেন সতীনের ছেলে! বারবার নেতিবাচক শিরোনামে বাঁশখালীর নাম দিলেই যেন স্বস্তি পায় তারা। বাঁশখালীর প্রতি মিডিয়ার আচরণ বরাবরই সন্দেহজনক। সেই “আত্মহত্যার গ্রাম বিষখালি নাকি বাঁশখালী” থেকে শুরু। এরপর ”পাকিস্তান পরিচিতি পাচ্ছে বাঁশখালী”! তারপর থেকে একাধারে নেতিবাচক শিরোনাম যেন বাঁশখালীর গায়ে লেপ্টেই আছে।
আজও একইভাবে নেতিবাচক শিরোনামে বসিয়ে দেওয়া হলো বাঁশখালীর নাম! অথচ একই দোষ করেছে অন্য আরো কয়েকটি উপজেলার লোক!
বঙ্গবন্ধুকে অবমাননা নিয়ে দায়ের করা মামলায় ৬ উপজেলার ১৩ শিক্ষক গ্রেফতার হলেও বিভিন্ন টিভি চ্যানেলের স্ক্রল এবং বিভিন্ন অনলাইন নিউজ পোর্টালে আজ প্রচার করা হচ্ছে- ‘বাঁশখালীর ১৩ শিক্ষক কারাগারে’।
বাঁশখালী নিয়ে চ্যানেলগুলোর বিমাতাসুলভ আচরণে ক্ষোভ প্রকাশ করেছে বাঁশখালীর সচেতন সমাজ। তাঁরা বলেন- একই মামলায় ৬ টি উপজেলার মোট ১৩ জন শিক্ষক গ্রেফতার হলেও সবাইকে বাঁশখালীর বলে প্রচার করা সচেতনভাবে বাঁশখালী উপজেলাকে হেয় প্রতিপন্ন করা।
এ প্রসঙ্গে বাঁশখালী টাইমসকে নগর ও নাগরিক সভাপতি লায়ন মোহাম্মদ আইউব বলেন- ‘টিভি চ্যানেলগুলোর এ কর্মকাণ্ডে আমরা হতবাক। সচেতনভাবে যদি এমনটি করে থাকে তার নিন্দা জানাই।