BanshkhaliTimes

বাঁশখালী উপজেলা পরিষদ নির্বাচন: প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

BanshkhaliTimes

মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: আগামী ৫ জুন অনুষ্ঠিতব্য চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১৪ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (২০ মে) চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার এ.কে.এম গোলাম মোর্শেদ খান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেন।
চেয়ারম্যান পদে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খোরশেদ আলমকে (দোয়াত কলম), বাঁশখালীর সাবেক পৌর মেয়র আলহাজ্ব শেখ ফখরুদ্দীন চৌধুরীকে (ঘোড়া), বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. ইমরানুল হককে (আনারস), চট্টগ্রাম সিটি কলেজের সাবেক জিএস জাহিদুল হক চৌধুরী মার্শালকে (মোটর সাইকেল) প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

ভাইস-চেয়ারম্যান পদে বাঁশখালী সরকারি আলাওল ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি উপজেলা আওয়ামীলীগ নেতা আক্তার হোসাইনকে (তালা), মো. আরিফুর রহমান সুজনকে (টিয়া পাখি), এম.এ মালেক মানিককে (উড়োজাহাজ), মো. আরিফুজ্জামান আরিফকে (চশমা), মো. ওসমান গণীকে (মাইক), ইমরুল হক চৌধুরী ফাহিমকে (টিওবওয়েল), মো. হোছাইনকে (বই) প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) বাঁশখালী উপজেলা মহিলা আ’লীগের সভাপতি রেহেনা আকতার কাজমীকে (কলসি), সাবেক উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান ইয়ামুন নাহারকে (প্রজাপতি), বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক নুরী মন আক্তার নুরীকে (ফুটবল) প্রতীক দেওয়া হয়েছে।

বাঁশখালী উপজেলা পরিষদের এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৭ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১৪ জন প্রার্থী প্রতীক নিয়ে আজ থেকে মাঠে লড়বেন।

প্রসঙ্গত, আগামী ৫ জুন সকাল ৮টা হতে বিকাল ৪টা পর্যন্ত বাঁশখালী উপজেলার একটি পৌরসভা ও ১৪টি ইউনিয়নের ১১৫টি ভোট কেন্দ্রের ৮৫৬টি ভোট কক্ষে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বাঁশখালীতে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ৭৬ হাজার ৯ শত ৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ২ হাজার ৩ শত ২১ জন, মহিলা ভোটার ১ লক্ষ ৭৪ হাজার ৫ শত ৮১ জন, তৃতীয় লিঙ্গের (হিজরা) ৪ জন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *