বাংলাদেশের অন্যতম বেসরকারি বৃত্তি পরীক্ষা শহীদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ বাঁশখালী উপজেলা উত্তর জোনের উদ্যোগে শহীদ হালিম-লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা’২২ এ উত্তীর্ণ পরীক্ষার্থীদের সনদ ও পুরস্কার বিতরণী গত শনিবার ২৬ আগস্ট অনুষ্ঠিত হয়েছে।
অত্র পরিষদের পরিচালক মুহাম্মদ খোরশেদ হাশেমী’র সভাপতিত্বে উপ-পরিচালক এইচ এম নেজাম উদ্দিন রিয়াদ এবং সদস্য মুহাম্মদ তারেক আজিজ আলামীর যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাবের লায়লা কল্যান ট্রাস্টের চেয়ারম্যান সাহাব উদ্দিন চৌধুরী। উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের শ্রম ও কৃষি বিষয়ক সচিব এম মহিউল আলম চৌধুরী, প্রধান বক্তা ছিলেন শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিষদের নির্বাহী পরিচালক নুরুল্লাহ রায়হান খাঁন, বিশেষ বক্তা ছিলেন শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সমন্বয়ক নূরের রহমান রণি।বিশেষ অতিথি ছিলেন শহিদ হালিম-লিয়াকত স্মৃতি সংসদ বাঁশখালী উপজেলা উত্তর জোনের উপদেষ্টা ফরিদ আহমদ জিহাদী, মাঈনুল ইসলাম তালুকদার, মাওলানা হাবিবুর রহমান, খায়রুল বশর, মুহাম্মদ ফখরুল উদ্দিন, মনিরুল ইসলাম। সাবেক পরিচালকের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ সাহাব উদ্দিন, হাফেজ তমিজ উদ্দিন, মামুন রেজা, মুহাম্মদ হোসাইন, সিটি ব্যাংক কর্মকর্তা মাহবুব আলম।
বক্তব্য রাখেন উপ-পরিচালক মুহাম্মদ সাজ্জাদ হোসেন, উপ-পরিচালক মুহাম্মদ ইমতিয়াজ হোসেন, কার্যকরী সদস্য এইচ এম জাহিদুল ইসলাম, মুহাম্মদ শহিদ রেজা, এম. দিদারুল আলম, কাজী শাহেদ হোসেন।
অনুষ্ঠানে অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন মৌলানা এরফানুল হক, মুহাম্মদ ইউসুপ, নাজমুন নাহার। প্রেস বিজ্ঞপ্তি