মিজান বিন তাহের, বাঁশখালী টাইমস: চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ১ লক্ষ ৫০ হাজার চারা রোপণ কার্যক্রমের অংশ হিসেবে বাঁশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ১ হাজার ছাত্রীদের মাঝে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোতোষ দাশের সভাপতিত্বে
চারা বিতরণ করেন বাঁশখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সাইদুজ্জামান চৌধুরী।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় বিদ্যালয়ের মাঠে বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক অঞ্জন চক্রবর্তী ও মোঃ ওসমান গনির সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রাজিব কুমার দাশ, সিনিয়র শিক্ষিকা তাহের বেগম, বিপ্লবী বিশ্বাস, সাংবাদিক মিজান বিন তাহের সহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
এ সময় তিনি বলেন, আমাদের পরিবেশকে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে হলে বেশি বেশি গাছ লাগাতে হবে। বনায়ন বাড়াতে হবে। ব্যাপক জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে পরিবেশ রক্ষায় সকলকে কাজ করতে হবে। এই কার্যক্রমের আওতায় সমগ্র উপজেলার সকল স্কুল, কলেজ, মাদ্রাসার প্রত্যেক শিক্ষার্থীকে ন্যূনতম একটি করে গাছের চারা প্রদান করা হচ্ছে।’
তাছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের আঙ্গিনা, সরকারি খাস জায়গা, বিভিন্ন রাস্তার দুইপাশে, আশ্রয়ণ প্রকল্প, নতুন তৈরিকৃত খেলার মাঠসমূহের চতুর্দিকে, খাস পুকুর পাড়, ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিস, বিভিন্ন সরকারি জমিসহ উপযুক্ত স্থানসমূহে বিভিন্ন শ্রেণির ফলদ, বনজ ও ওষুধি গাছের চারা রোপণ করা হচ্ছে বলে জানান উপজেলা প্রশাসন সূত্র।