মুহাম্মদ মিজান বিন তাহের, বাঁশখালী: শরিয়াভিত্তিক আধুনিক প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে স্বাস্থ্যবিধি মেনে চট্টগ্রামের বাঁশখালীতে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের পুঁইছুড়ি উপ-শাখার উদ্বোধন করা হয়েছে। ইউনিয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী আলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে চট্টগ্রাম-১৬ বাঁশখালীর সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌধুরী মোহাম্মদ গালিব সাদলী, ইউনিয়ন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান, উপ ব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল, বিশিষ্ট কন্ঠ শিল্পী ও সমাজসেবক রবি চৌধুরী, বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল উদ্দিন, চেয়ারম্যান সোলতানুল গণী চৌধুরী,
চেয়ারম্যান তাজুল ইসলাম, চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, চেয়ারম্যান আসহাব উদ্দিন, দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসার প্রধান কারী মাওলানা আবুল কাশেম এর পবিত্র কুরআন তেলওয়াতের মাধ্যমে আরো বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের সদস্য জাকের হোসেন চৌধুরী বাচ্চু, সমাজসেবক আশেক এলাহী সোহেল, তরুণ সমাজসেবক রিয়াদুল ইসলাম,
উপজেলা যুবলীগ নেতা আশিকুল ইসলাম রানা,
পুঁইছুড়ি প্রেম বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি মোঃ ইউনুছ প্রমূখ।
সভাপতির বক্তব্যে ইউনিয়ন ব্যাংকের ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবিএম মোকাম্মেল হক চৌধুরী আলাল ব্যাংকের শাখা উদ্বোধন উপলক্ষে সম্মানিত গ্রাহক, পৃষ্ঠপোষক, শুভানুধ্যায়ী, নিয়ন্ত্রক সংস্থা ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, শরিআহভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে ২০১৩ সালের ১ এপ্রিল প্রতিষ্ঠিত হয় ইউনিয়ন ব্যাংক।