মুহাম্মদ মিজান বিন তাহের:
মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সাংসদ মরহুম অ্যাডভোকেট সুলতানুল কবির চৌধুরী স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার প্রস্তাবিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই খেলায় প্রতিদ্বন্ধিতা করেন মাতারবাড়ী ফুটবল একাদশ বনাম বাঁশখালী উপজেলা ফুটবল একাডেমী।
টান টান উত্তেজনাপূর্ণ খেলায় ট্রাইবেকারে বাঁশখালী উপজেলা ফুটবল একাদশ (৫-৪) গোলে মাতারবাড়ী ফুটবল একাদশকে পরাজিত করে।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মনজুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি মোজাম্বিক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আলহাজ্ব আনিছুর রহমান, সাংবাদিক কল্যাণ বড়ুয়া মুক্তা, সাংবাদিক মুহা.মিজান বিন তাহের, জিকু সিকদার, বাঁশখালী প্রবাসী ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক এম আর মুজিব, জাকের হোছাইন, খোরশেদ আলম, মনছুর, মো: ফয়েজ উদ্দিন, রুবেল, আদিল হোসেন ইফতু, আবু বক্কর,সৌদি প্রবাসী নজরুল ইসলাম,শীলকূপ ইউপি সদস্য সিদ্দিক আকবর বাহাদুর প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন, সাবেক সাংসদ বীরমুক্তিযোদ্ধা মরহুম এডভোকেট সুলতানুল কবির চৌধুরী গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনের মধ্য দিয়ে আজ বাঁশখালীবাসীর মিলনমেলা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে খেলাধূলাসহ সকল ক্ষেত্রে দেশ এগিয়ে চলেছে। বক্তারা আরো বলেন, অপসংস্কৃতি সমাজকে গ্রাস করছে। এর থেকে যুবসমাজকে বের করে মাঠে টেনে আনতে হবে।