বাঁশখালীর মধ্যম চেচুরিয়া ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত রাত্রিকালীন অলিম্পিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে বৈলছড়ি ফুটবল একাদশ। গত শুক্রবার রাতে কয়েক হাজার দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত টান টান উত্তেজনায় ফাইনাল খেলায় চেচুরিয়া আইডিয়াল সোসাইটি ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিয়ে এই টিম চ্যাম্পিয়ন হয়। বৈলছড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মেম্বার দিদারুল হকের সভাপতিত্বে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা তাঁতী লীগের সভাপতি মো. মনছুর আলম। টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি মোঃ হেলাল ও সাধারণ সম্পাদক আজগর হোসেনের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা দিদার হোসাইন, দৈনিক সমকাল প্রতিনিধি সাংবাদিক আবদুল মতলব কালু, ব্যাংকার রেজাউল করিম, ব্যবসায়ী মিজবাউল হক আদিল, দৈনিক ভোরের ডাক প্রতিনিধি তাফহীমুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মনছুর আলম বলেন, খেলাধুলা মনকে সতেজ ও প্রফুল্ল রাখে। সমাজের অপরাধ নির্মূলে খেলাধুলার কোন বিকল্প নেই। তরুণদের মাদক থেকে দূরে রাখতে এমন সৃজনশীল আয়োজন বেশি বেশি হওয়া উচিত।
(প্রেস বিজ্ঞপ্তি)