মুহাম্মদ মিজান বিন তাহের বাঁশখালী, প্রতিনিধি: বাঁশখালী পৌরভার ভাদালিয়া বাইতুল ইরফান আদর্শ মাদ্রাসার ১৭তম বার্ষিক দ্বীনি মাহফিল ও পুরস্কার বিতরণ সভা আগামীকাল ৫ মার্চ ২২ ইং রোজ শনিবার অনুষ্ঠিত হবে।
দিন ব্যাপী ওয়াজ মাহফিলে উপস্থিত থাকবেন ও তাক্বরীর পেশ করবেন, চাম্বল দারুল উলুম আইনুল ইসলাম মাদ্রাসার প্রধান পরিচালক পীরে কামেল আল্লামা শাহ আব্দুল জলিল, নাছিরাবাদ পলিটেকনিক্যাল জামে মসজিদের খতিব পীরে কামেল আল্লামা শাহ নূর মুহাম্মদ, ঢাকা বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের মুফতি ও মুহাদ্দিস মাওলানা মুফতি মুহাম্মদ সোহাইল, হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম আরবি বিশ্ববিদ্যালয়ের সিনিয়র উস্তাদ মাওলানা আনোয়ার শাহ আযহারি, হাটহাজারী মেহল হামিউচ্ছুন্নাহ মাদ্রাসার সিনিয়র উস্তাদ মাওলানা আনিসুর রহমান প্রমূখ।
মাদ্রাসা কতৃপক্ষের পক্ষ থেকে কাজী মাওলানা মুহাম্মদ মনছুরুল হক এই মাহফিলকে সফল করতে ধর্মপ্রাণ তৌহিদী জনতাসহ সর্বশ্রেণীর সার্বিক সহযোগিতা কামনা করছেন।