বাঁশখালীর জলদী দারুল কারীম মাদরাসার তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার আখেরী মুনাজাতের মাধ্যমে বৃহস্পতিবার শুরু হওয়া এই মাহফিল সম্পন্ন হয়। মুহাদ্দিস আল্লামা আহমদ হাসানের সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি ছিলেন হাটহাজারি মাদরাসার প্রধান পরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া। দারুল কারীম মাদরাসার পরিচালক সাংবাদিক মাওলানা শফকত হোসাইন চাটগামীর পরিচালনায় মাহফিলে আলোচনা পেশ করেন পটিয়া মাদরাসার শিক্ষা পরিচালক আল্লামা মুফতি শামসুদ্দিন জিয়া, সরল আনোয়ারুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা শাহ নুর মোহাম্মদ (পীর সাহেব সরল), কুয়াকাটা থেকে আগত মাওলানা মাহমুদুল হাছান ফেরদৌস, ঢাকা থেকে আগত মাওলানা মুফতি নুরুল আমিন ফরিদী, মাওলানা মুফতি মুসলেহ উদ্দীন কাউছারী, মাওলানা মুফতি ওবায়দুল্লাহ রফিকী, মুফতি ছরওয়ার হোসাইন বিক্রমপুরী, মাওলানা আবু আইমন, চট্টগ্রামের মাওলানা আবদুল্লাহ আল মারুফ, মাওলানা খালেদুর রহমান, মাওলানা জমির উদ্দীন রাঙ্গুনিয়া, মাওলানা আনিস বিন আবু বকর, মাওলানা ইলিয়াস নুরী, মাওলানা নুরুল কাদের, মাওলানা ছগির হানফি প্রমুখ। মাহফিলের সমাপনী দিনে আখেরী মুনাজাত পরিচালনা করেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির আল্লামা হাফেজ তাজুল ইসলাম (বড় হুজুর ফিরোজশাহ)।
