তাফহীমুল ইসলাম, বাঁশখালী: বাঁশখালীতে বেগম রোকেয়া সাখাওয়াত স্বর্ণপদক বৃত্তির পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে গ্রীণ কনভেনশন হলে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন ব্যাংক লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এ বি এম মোকাম্মেল হক চৌধুরী আলাল। এতে প্রধান বক্তা হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন প্রফেসর এ বি এম আবু নোমান, বিশেষ অতিথি হিসেবে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দীন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মামুন, সরকারি আলাওল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাজী মোঃ সোলেমান, মেয়র প্রার্থী অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন, রাজনীতিববিদ জাকের হোসেন চৌধুরী বাচ্চু, সমাজসেবক আশেক এলাহী সোহেল, আমিরুল হক এমরুল কায়েস, খোরশেদুল আলম চৌধুরী, শুয়াইবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এছাড়াও করোনাকালীন স্বাস্থ্য খাতে বিশেষ অবদান রাখায় বাঁশখালীর তিনটি বেসরকারি হাসপাতালকে সম্মাননা প্রদান করা হয়।