BanshkhaliTimes

বাঁশখালী প্রাণীসম্পদ দপ্তরে খামারিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ

তাফহীমুল ইসলাম, বাঁশখালী: বাঁশখালী উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে খামারিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়েছে। ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম (এনএটিপি-২) প্রকল্পের আওতায় সিআইজি তালিকাভুক্ত ৪২ জন খামারির মাঝে এই প্রদর্শনী উপকরণ বিতরণ করা হয়। বৃহস্পতিবার সকালে বাঁশখালী উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড. সমরঞ্জন বড়ুয়ার সভাপতিত্বে প্রদর্শনী উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি।

এসময় বিশেষ অতিথি হিসেবে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী, প্রাণীসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ তানজীর হোসেন, ডাঃ শুভ দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। তাঁরই আন্তরিক কর্মতৎপরতায় প্রাণিসম্পদ বিভাগও দেশ গঠনে অনন্য ভূমিকা রাখছে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *