রাজধানী ঢাকায় সফল আয়োজন শেষে বই বিনিময় উৎসব এবার বন্দরনগরী চট্টগ্রামে। বইবন্ধু’র আয়োজনে শুক্রবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সিআরবি শিরিষ তলায় হবে এই উৎসব। এই উৎসবে শুধুমাত্র একটি কিংবা তার অধিক বই দিয়ে নিয়ে যেতে পারবেন সমপরিমাণ বই। উপন্যাস, জীবনী, ধর্মীয়, ইংলিশ নোবেল, কবিতা, ছোট গল্প, শিশুতোষ, কিশোর উপন্যাস, ইতিহাস-ঐতিহ্য, ভ্রমণ, মুক্তিযুদ্ধ বিষয়ক বই থাকবে উৎসবে। উপন্যাস, ভ্রমণ বিষয়ক, ইতিহাস বিষয়ক বই, ছোট গল্প ও কিশোর গল্প বই দিয়ে যেকোনও বই নিতে পারবেন। শুধু তিনটি ক্যাটাগরির বই (কবিতার বই, ধর্মীয় বই, শিশুতোষ বই) এর জন্য বিনিময়ে শুধু ওই ক্যাটাগরির বই নিতে হবে। একজন সর্বোচ্চ ১০টি বই বিনিময় করতে পারবেন, তার অধিক হলে সঙ্গে আরেকজনকে দিয়ে বিনিময় করা যাবে। এতে অন্যান্যদের মধ্যে মিডিয়া পার্টনার হিসেবে আছে বাঁশখালী টাইমস।
বিজ্ঞপ্তি
