মুহাম্মদ মিজান বিন তাহের, টাইমস: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দক্ষিন জলদী মনছুরিয়া বাজার এলাকায় পারিবারিক জায়গা জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের সংর্ঘর্ষের ঘটনা ঘটেছে। বুধবার (২০ অক্টোবর) দুপুরে স্থানীয় কাছিম আলীর পুত্র মনজুর আলম ও বাহাদুর আলমের সাথে একই এলাকার আপন জেঠাত ভাই মৃত আব্দুল কাশেমের পুত্র মোঃ কামাল ও নিহত আব্দুল খালেকের সাথে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌর সদরের দক্ষিন জলদী রঙ্গিয়াঘোনা এলাকার সেনায়ত আলী পাড়া এলাকার কাশিম আলীর পুত্র মনজুর আলম ও বাহাদুর আলমের সাথে মোঃ কামাল ও নিহত আব্দুল খালেকের দীর্ঘদিন যাবৎ পারিবারিক জায়গা-জমির সংক্রান্ত বিরোধ চলে আসছিল। সেই বিরোধের জের ধরে বুধবার সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় মৃৃত আবুল কাশেমের পুত্র আবদুল খালেক (৩৪) নামে একজনের মৃত্যু হয়। তাছাড়া আহত হয় অন্তত আরো চারজন।
এ ব্যাপারে বাঁশখালী পৌরসভা ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ দেলোয়ার হোসেন জানান, জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দুপক্ষের মধ্যে সংর্ঘর্ষের ঘটনা ঘটে। এতে মোঃ আব্দুল খালেক নামে একজনের মৃত্যু হয়েছে আরো ও ৪ জন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক ডাঃ সঞ্জয় নাথ বলেন, দক্ষিন জলদী রঙ্গিয়াঘোনা এলাকায় সংঘর্ষের ঘটনায় মোঃ আব্দুল খালেক নামে একজনের মৃত্যু হয়েছে আরো ৪ জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদেরকে চট্টগ্রাম চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামাল উদ্দীন বলেন, পৌরসভা সদরের রঙ্গিয়াঘোনা মনছুরিয়া বাজার সংলগ্ন এলাকায় দু’পক্ষের সংঘর্ষের খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। আব্দুল খালেক নামে এক যুবকের মৃত্যুর পর ঘটনাস্থলে সহকারী পুলিশ সুপার আনেয়ারা (সার্কেল) হুমায়ুন কবির এবং আমি নিজে ঘটনাস্থলে রয়েছি।
ঘটনার সাথে যারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতারের অভিযান চলছে।