মাহবুব চৌধুরী সনাম, বাঁশখালী টাইমস: বাঁশখালীর খানকায়ে হামেদিয়া মজিদিয়া গারাঙ্গিয়া হযরত বড় হুজুর (রহ.) ও হযরত ছোট হুজুর (রহ.) এর ঈছালে সওয়াব ও বার্ষিক মাহফিল ২০২১ ইং এর এন্তেজামিয়া কমিটির সভা চেচুরিয়াস্থ খানকায়ে অনুষ্ঠিত হয়েছে৷ এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট গবেষক ও কলামিস্ট আলহাজ আহমদুল ইসলাম চৌধুরী। সভায় অন্য গণ্যমান্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে আগামি ২০শে অক্টোবর ২০২১ ইং, ৪ কার্তিক ১৪২৮ বাংলা গারাঙ্গিয়া দরবারের হযরত বড় হুজুর (রহ.) ও হযরত ছোট হুজুর(রহ.) এর ঈছালে সওয়াব ও বার্ষিক মাহফিল যথাযথভাবে পালনের সিদ্ধান্ত গৃহীত হয়।
গারাঙ্গিয়ার বড় ও ছোট হুজুর কেবলা জীবদ্দশায় দীর্ঘ সময় ধরে দ্বীন ও তরিকতের প্রচারে বাঁশখালীতে খেদমত করে গেছেন। চেচুরিয়াস্থ খানকাহ ছিল তরিকতের ভাইদের দ্বীনি কাজের প্রচার ও প্রসারের প্রাণকেন্দ্র। হুজুরদ্বয়ের রুহানি ফয়েজে শত শত মুরিদ দ্বীনের সঠিক দীক্ষা পেয়ে নিজের জীবনকে যেমন আলোকিত করেছেন তেমনি আখিরাতের জন্য সঞ্চয় করেছেন নেক আমল। তাদের মাধ্যমে শত শত পথহারা মানুষ সঠিক পথের দিশা পেয়েছিল।