বাঁশখালী টাইমস লাইভ প্রোগ্রামে গান ও সাংস্কৃতিক আড্ডায় আমন্ত্রিত অতিথি হিসেবে দর্শক-শ্রোতাদের মাতিয়ে গেলেন ভারতের জনপ্রিয় শিল্পী রোজালিন সাহু।
মেরে রাশকা কামার খ্যাত এই শিল্পী জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এক হাজারের অধিক মঞ্চে গান পরিবেশন করেন।
বাঁশখালী টাইমস সম্পাদক আবু ওবাইদা আরাফাতের গ্রন্থনা পরিকল্পনায় সিফাত ওয়াহি ও হাসনাত আল কোরাইশীর যৌথ সঞ্চালনায় বাংলাদেশ সময় রাত ৯ টায় অনুষ্ঠিত লাইভ প্রোগ্রামে বাংলাদেশ-ভারতের সাংস্কৃতিক অঙ্গনের অভিজ্ঞতা ও মতামত বিনিময়, সংগীত জীবনের নানাদিক উঠে আসে।
অনুষ্ঠানে শিল্পী রোজালিন সাহু জনপ্রিয় গান পরিবেশনার মধ্য দিয়ে বাংলাদেশ ও ভারতের অসংখ্য দর্শকদের মাতিয়ে রাখেন।
অনুষ্ঠানে রোজালিন সাহু বলেন- ‘আমি সত্যিই আপ্লুত, আপনাদের ভালোবাসায় মুগ্ধ। বাংলাদেশ থেকে বাঁশখালী টাইমস নিউজ পোর্টালের আমন্ত্রণে এই মহতি অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। বাংলাদেশের অনেক শিল্পীর সাথে বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। একসাথে কাজ করেছি। আমি বিশ্বাস করি, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সাংস্কৃতিক অঙ্গনের মধ্য দিয়ে আরও দৃঢ় হবে।
প্রেস বিজ্ঞপ্তি