বাঁশখালী টাইমস: বাঁশখালীর কৃতিসন্তান, জননন্দিত শিক্ষক মাস্টার আবুল কালাম আজাদ আর নেই। তিনি আজ সকাল ৭ টা ৫০ মিনিটে চট্টগ্রাম নগরীর মেরিন সিটি মেডিকেল কলেজ হাসপাতালে বার্ধ্যকজনিত রোগে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজেউন।
মাস্টার আবুল কালাম আজাদ দীর্ঘ ৩৪ বছর ধরে শিক্ষকতার মহান পেশায় নিয়োজিত ছিলেন। বিএ বিএড ডিগ্রীধারী এই শিক্ষক বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে ২০০৪ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে অবসরে যান। তিনি দীর্ঘদিন ধরে বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয়ের হোস্টেল সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি কাথরিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়, আনোয়ারা বার আউলিয়া উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন।
তিনি বাহারছড়া ইউনিয়ন আওয়ামীলীগের দীর্ঘদিন সভাপতির দায়িত্বে ছিলেন। তাঁর ছেলে আরিফুজ্জামান আরিফ বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০। তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
এই রিপোর্ট লেখা পর্যন্ত জানাজা সংক্রান্ত তথ্য পাওয়া যায়নি।