এম জে আর ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে ১০০১টি বৃক্ষ রোপণের লক্ষ্য নিয়ে, ০৩ সেপ্টেম্বর, ২০২১ রোজ শুক্রবার চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সাধনপুরে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন হয়েছে।
সাধনপুরপল্লী উন্নয়ন উচ্চ বিদ্যালয়ে যাওয়ার রাস্তার দুপাশে ১০১ টি বৃক্ষ রোপনের মাধ্যমে এই বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন হয়। বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন এম জে আর ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা, জাবের লায়লা কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান, বাঁশখালীর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও বাসার গ্রুপ অফ কোম্পানিজের জিএম বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী মোঃ সাহাব উদ্দিন চৌধুরী ও ২নং সাধনপুর ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন চৌধুরী খোকা। এতে আরো উপস্থিত ছিলেন এলাকার তরুণ সমাজের প্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রেস বিজ্ঞপ্তি