বাঁশখালী টাইমস: বাঁশখালীর কৃতিসন্তান খানখানাবাদ নিবাসী রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রী কলেজের অধ্যক্ষ (অব.) হাফেজ আহমদ তালুকদার আজ ১১.১০ মিনিটে পার্কভিউ হসপিটালে ইন্তেকাল করেছেন, ইন্নালিল্লাহি—-রাজেউন।
তিনি বাণীগ্রাম হাইস্কুলের ১৯৬৭ ব্যাচের কৃতি ছাত্র এবং শতবর্ষ উদযাপন পরিষদের উপদেষ্টা ছিলেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ইসলামের ইতিহাসে অনার্স-মাস্টার্স ডিগ্রি অর্জন করে পেশাগত জীবনের শুরুতেই আনোয়ারা কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন।
পরবর্তীতে বাঁশখালী ডিগ্রী কলেজে যোগদান করে দীর্ঘদিন ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিয়োজিত ছিলেন।
সর্বশেষ রাঙ্গুনিয়া হাসিনা জামাল ডিগ্রী কলেজে অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করে অবসরে যান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলে রেখে যান।
তাঁর প্রথম জানাজা দুপুর ১ টা ৩০ মিনিটে সুগন্ধা আবাসিক এলাকা ও দ্বিতীয় জানাজা বিকাল ৫ টায় নিজ গ্রামে অনুষ্ঠিত হবে।
তাঁর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি কে.এম সালাহউদ্দিন কামাল।