BanshkhaliTimes

কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রামে স্মরণ সন্ধ্যা

BanshkhaliTimes

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সন্ধ্যা চট্টগ্রাম নগরীর সিআরবিতে অনুষ্ঠিত হয়েছে।
নক্ষত্র সাহিত্য সংস্কৃতি সংসদের আয়োজনে গত ২৭ আগস্ট ২০২১ ইং সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত স্মরণ সন্ধ্যায় কবি নজরুলের সৃষ্টিকর্ম নিয়ে কথামালা ও সাংস্কৃতিক পরিবেশনা করেন একদল সংস্কৃতিকর্মী।

কথাসাহিত্যিক আরমানউজ্জামানের সঞ্চালনায় এতে কথামালা, আবৃত্তি ও নজরুল সংগীত পরিবেশনায় অংশ নেন বাচিকশিল্পী রাশেদ মোহাম্মদ, নক্ষত্র সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি আবু ওবাইদা আরাফাত, সাইমুম মুর্তাজা, সাকিব হাসান সানভী, আরিফ শাওন, ইরফান মাহমুদ, ইমদাদুল হক, ইব্রাহিম মাহমুদ, আফসার তানিম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন- ‘কবি নজরুলের সৃষ্টিকর্ম সাম্য ও সুন্দর সমাজ প্রতিষ্ঠার এক অনবদ্য ইশতিহার। তাঁর রচনাসমগ্র অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশপ্রেমে উদ্বুদ্ধ কর‍তে অনন্তকাল ধরে প্রেরণা জোগাবে।’
প্রেস বিজ্ঞপ্তি

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *