তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীর সরল ইউনিয়নের ৬৯১ জেলে পরিবারে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আজ রবিবার (১ আগষ্ট) সকালে সরল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ রশিদ আহমদ চৌধুরী।
এতে বিশেষ অতিথি হিসেবে ট্যাগ অফিসার প্রতিনিধি আবদুল মজিদ, ইউপি সচিব হারুনুর রশিদ, চট্টগ্রাম জজকোর্টের এপিপি এডভোকেট রায়হাদ চৌধুরী রণি, সাংবাদিক আবদুল মতলব কালু, সৈকত আচার্য্য, ইউপি সদস্য সেলিম উদ্দীন, জামাল উদ্দীন, রশিদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী বলেন, ‘বর্তমান সরকার সবসময় অসহায়, দুর্দশাগ্রস্থ মানুষের পাশে আছে। সেই ধারাবাহিকতায় অসহায় মানুষ সরকারের পক্ষ থেকে বারবার নগদ অর্থ, চালসহ বিভিন্ন সহায়তা পাচ্ছে। তারই অংশ হিসেবে আজ সরকারি তরফ থেকে ৬৯১ জেলে পরিবারের ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।’