BanshkhaliTimes

বাঁশখালীতে পল্লীবিদ্যুতের গ্রাহক হয়রানি বন্ধের দাবিতে স্মারকলিপি

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: বাঁশখালী উপজেলায় পল্লী বিদ্যুতের সাম্প্রতিক সময়ের লোডশেডিংয়ে যন্ত্রণায় দিনাতিপাত করছেন হাজার হাজার মানুষ। দীর্ঘদিন ধরে এই সমস্যা চলমান থাকলেও এসবের কোন সদুত্তর পাওয়া যায়নি। পদক্ষেপ নিতেও দেখা যাচ্ছে না কোন কর্তামহলকে।

এমন সময়ে এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে অপ্রতিরোধ্য বাংলাদেশ সংগঠনের উদ্যোগে সোমবার ১৯ জুলাই বিকেলে উপজেলা নির্বাহী অফিসার সাইদুজ্জামান চৌধুরীর নিকট এই স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অপ্রতিরোধ্য বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আদনান তুহিন, উপদেষ্টা কমিটির সদস্য মোঃ রাসেল, মহানগর শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক শোয়াইবুল ইসলাম চৌধুরী, দেলোয়ার হোসাইন রাজু, মনজুর, কলিম উল্লাহ মিসবাহ এবং অপ্রতিরোধ্য বাংলাদেশ বাঁশখালী শাখার সভাপতি রাশেদুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহেদ, গন্ডামারা ইউনিয়ন শাখার সভাপতি সাকিবুল হাসান, রাহি, মুহিব, মাঈনুদ্দীন প্রমুখ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন- বাঁশখালীতে সাধারণ জনগণকে যেন বিদ্যুৎ ভোগান্তি পোহাতে না হয় সে ব্যাপারে সংশ্লিষ্ট উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ-আলোচনার মাধ্যমে দ্রুত বিদ্যুৎ ভোগান্তির সমাধান করা হবে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *