BanshkhaliTimes

বাণীগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবিতে সালাহউদ্দীন কামালের চিঠি

BanshkhaliTimes

বাঁশখালী টাইমস: সাধনপুর ইউনিয়নে ১৮৮২ সালে প্রতিষ্ঠিত বাণীগ্রাম ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র দীর্ঘদিন ধরে অযত্নে অবহেলায় পড়ে আছে। চিকিৎসাসেবা হতে বঞ্চিত হয়ে আসছে উপজেলার উত্তরাঞ্চলের ৪ টি ইউনিয়নের জনসাধারণ। এতে বাধ্য হয়ে ১৫ কিলোমিটার পাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অথবা চট্টগ্রাম শহরে এসে চিকিৎসা নিতে হয়।

এতে মেডিকেল অফিসার, উপ সহকারী মেডিকেল অফিসার ও এমএলএসএস পদ থাকলেও উপ সহকারী মেডিকেল অফিসার ও এমএলএসএস পদ দুটি শূন্য রয়েছে। মেডিকেল অফিসার নিয়মিত অফিসে উপস্থিত না হওয়ায় চরম দুর্ভোগে আছে এলাকাবাসী।
এমতাবস্থায় চট্টগ্রাম বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বরাবর উপর্যুক্ত সমস্যার নিরসন ও দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিতের আবেদন করেন সমাজকর্মী ও বীর মুক্তিযোদ্ধা সন্তান কে.এম সালাহউদ্দীন কামাল।

উক্ত আবেদনে জোর সুপারিশ করেছেন বাঁশখালীর সংসদ সদস্য আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী।

জানা গেছে, চট্টগ্রামের স্বাস্থ্য পরিচালক সিভিল সার্জন-চট্টগ্রাম ও বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার সাথে ইতোমধ্যে এই বিষয়ে বলেছেন এবং সমস্যা সমাধানে পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেছেন।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *