বাঁশখালী টাইমস: কক্সবাজার জেলার টেকনাফ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেছেন বাঁশখালীর সন্তান মো. এরফানুল হক চৌধুরী। বুধবার (১৪ জুলাই ) সকাল ৯ টায় এই পদে যোগদান করেন তিনি। এর আগে দীর্ঘদিন যাবত করোনার মধ্যে জীবনের ঝুঁকি নিয়ে ঝিনাইদহ জেলা প্রশাসক কার্যালয়ে ভূমি হুকুমদাতা কর্মকর্তা (ম্যাজিস্ট্রেট) হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
এরফানুল হক চৌধুরী জনতা ব্যাংকে ক্যারিয়ার শুরু করেন। এরপর চট্টগ্রাম বন্দরে হিসাব রক্ষণ কর্মকর্তা, পটিয়া সরকারি কলেজ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে চাকুরি করেন। ৩৬ বিসিএসে প্রশাসন ক্যাডারের মধ্য দিয়ে তিনি সিভিল সার্ভিসে প্রবেশ করেন। তাঁর বাড়ি বাঁশখালী উপজেলার বাহারচরা ইউনিয়নে।
সহকারী কমিশনার (ভূমি) পদে দায়িত্ব পেয়ে মো. এরফানুল হক চৌধুরী বলেন, এই পদে দায়িত্ব পেয়ে আমি খুব আনন্দিত। আমি চাই সব সময় মানুষের সেবা করতে। এই পদে থেকে আল্লাহর ইচ্ছায় সেই মনের আশা আমি পূরণ করতে পারবো। আমি সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করছি।