BanshkhaliTimes

বাঁশখালীতে ভিজিএফ চাল ও মানবিক সহায়তা বিতরণ কার্যক্রম উদ্বোধন

BanshkhaliTimes

তাফহীমুল ইসলাম, বাঁশখালী টাইমস- পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাঁশখালীতে অতি দরিদ্রদের মাঝে বিশেষ ভিজিএফ চাল ও মানবিক সহায়তা নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৪ জুলাই) সকালে উপজেলার বৈলছড়ি ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বৈলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কফিল উদ্দীনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, ইউপি সচিব মুহাম্মদ আলাউদ্দীন, যুবলীগ নেতা দীপেশ চক্রবর্তী, ইউপি সদস্য আবদুর রহমান, পিংকু পুরোহিত মনি, আবু তাহের, বিকাশ দত্ত, মহিলা ইউপি সদস্য দিলুয়ারা বেগম, বুলবুলি দাশ, উদ্যোক্তা রেজাউল করিম, মুহাম্মদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাঁশখালী উপজেলা প্রশাসনের সহায়তায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার ২৯০৯৩ পরিবারকে ১০ কেজি করে ২৯০. ৯৩ মেট্রিক টন ভিজিএফ চাল বিতরণ করা হবে। অন্যদিকে ৪৫৬৯ পরিবারে মানবিক সহায়তা হিসেবে ১ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হবে।

Spread the love

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *