তাফহীমুল ইসলাম, (বাঁশখালী টাইমস)- সেবা ও স্বেচ্ছাসেবামূলক সংগঠন অপ্রতিরোধ্য বাংলাদেশের পক্ষ থেকে বাঁশখালীর গন্ডামারায় মাস্ক বিতরণ করা হয়েছে। আজ শনিবার (৩ জুলাই) সকালে গন্ডামারার সকাল বাজারে স্থানীয় ও ব্যবসায়ীদের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়।
এসময় অপ্রতিরোধ্য বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও তরুণ রাজনীতিক আদনান তুহিন উপস্থিত ছিলেন। এতে অন্যান্যদের মাঝে সংগঠনের চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক সজল দাশ, যুগ্ন সম্পাদক চৌধুরী শোয়াইব, বাঁশখালী উপজেলা সভাপতি মুহাম্মদ রাশেদ, গন্ডামারা ইউনিয়ন সভাপতি সাকিব আহমেদ, সদস্য কলিম উল্লাহ মিজবাহ, দেলোয়ার হোসেন রাজু, মহিবুল্লাহ, আবদুল আওয়াল রাহি, রাকিব তালুকদার, মুহাম্মদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।
অপ্রতিরোধ্য বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা সভাপতি আদনান তুহিন বাঁশখালী টাইমসকে বলেন, ‘করোনা সংক্রমণ এখন উর্ধ্বমূখী। দেশে এখন কড়া লকডাউন চলছে। আমার নিজ ইউনিয়নের মানুষকে সচেতন করতে ও করোনা মহামারী থেকে বাঁচাতে আজ মাস্ক বিতরণ করেছি। ‘অপ্রতিরোধ্য বাংলাদেশ’ সবসময় মানুষের পাশে আছে, পাশে থাকবে।’