‘দেশের বায়ু দেশের মাটি গাছ লাগিয়ে করব খাঁটি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রিয় শেখেরখীল গ্রামকে সবুজে সাজিয়ে পরিবেশকে সুরক্ষিত করতে, বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শেখেরখীল স্টুডেন্ট’স ফোরাম (SSF) এর উদ্যোগে
শেখেরখীল ইউনিয়নের বিভিন্ন জায়গায় ও শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখেরখীলের স্টুডেন্ট’স ফোরামের প্রধান উপদেষ্ঠা ও শেখেরখীল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান ইয়াছিন তালুকদার, বিশেষ অতিথি ছিলেন দারুচ্ছালাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইসমাঈল, শেখেরখীল আইডিয়াল কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক মাস্টার নওয়াব আলী, ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাহবুব আলম।
আরো উপস্থিত ছিলেন উপদেষ্ঠা ইলিয়াস সিকদার, জিএম সাইফুল ইসলাম (মিনার), উপদেষ্ঠা ও সাবেক সভাপতি মু. সাঈদুল ইসলাম (সাঈদ), সেনা কর্মকর্তা আমির হামজাসহ সংগঠনের সভাপতি, সেক্রেটারী ও বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সভায় অতিথিরা পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।
প্রেস বিজ্ঞপ্তি