বাংলা ভাষার একজন প্রখ্যাত চিন্তাবিদ, ‘মুসলিম রেনেসাঁর কবি’ হিসেবে পরিচিতি ফররুখ আহমদের বাড়ি রক্ষায় ঢাকায় কবি লেখক শিল্পীদের উপস্থিতিতে মানবন্ধন করেছে আজ সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ফররুখ আহমদের বসতভিটা সংরক্ষণ কমিটি।
তারা বলছেন মধুখালী-মাগুরা রেললাইনের জন্য জমি অধিগ্রহণে লাল নিশানা দিয়ে গেছেন প্রকল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা। মাগুরা-ফরিদপুর জেলার সীমান্তবর্তী কামারখালী সেতুর দক্ষিণেই মাঝাইল কবির গ্রাম। প্রধান সড়ক দিয়ে পাঁচ যেতেই ফররুখ আহমদের বাড়ি। এটি পরিবারের পাশাপাশি কবির ভক্ত ও স্থানীয়রা চাইছেন, বাড়িটি যেন অক্ষত রেখে সংরক্ষণ করেন সরকার।
ফররুখ আহমেদের বসতভিটা সংরক্ষণ কমিটির উদ্যোগে মানববন্ধনের প্রধান অতিথি ছিলেন কবি আবদুল হাই শিকদার। তিনি বলেন, ফররুখ আহমদ বাংলা ভাষার গুরুত্বপূর্ণ কবি। কবির লিখা বই পুস্তকের সাথে তাঁর স্মৃতি বিজড়িত বাড়িও গুরুত্বপূর্ণ। সাহিত্য সংস্কৃতির অংশ। এটা রক্ষা রাষ্ট্রের দায়িত্ব। আমরা আজ তা মনে করিয়ে দিতে দাঁড়িয়েছি। বিভিন্নদেশে কবিদের স্মৃতি সংরক্ষণ করে রাখা হয়। সে হিসেবে কবি ফররুখ আহমেদের বসতভিটা সংরক্ষণ এবং স্থানীয় জেলা প্রশাসক, স্থানীয় সংসদ সদস্য এবং রেল মন্ত্রণালয়কে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে।
প্রেস বিজ্ঞপ্তি