Site icon BanshkhaliTimes

পুঁইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে চেয়ারম্যান লেয়াকত আলী

BanshkhaliTimes

তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীর পুঁইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন গন্ডামারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লেয়াকত আলী। তিনি আজ সোমবার (২৪ মে) বিকেলে দুর্ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে আর্থিক সহায়তা প্রদান করেন।

জানা যায়, চেয়ারম্যান লেয়াকত আলী নিজস্ব তহবিল থেকে অগ্নি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ৫ হাজার করে ও নিহত শিশু সাইমার পরিবারকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

এসময় পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল আজিম, বাঁশখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক বখতেয়ার উদ্দীন, গন্ডামারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাওলানা আমিন, বাঁশখালী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল আলিম প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রবিবার দিবাগত রাতে বিদ্যুতের শটসার্কিট থেকে সৃষ্ট আগুনে বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের তেলিয়াকাটা এলাকার ১৯ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘুমন্ত অবস্থায় সাইমা নামের ৭ বছরের এক শিশু অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়।

Exit mobile version