তাফহীমুল ইসলাম, বাঁশখালী- বাঁশখালীর পুঁইছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৯ পরিবার ও নিহত শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত শিশুর লাশ দাফনে ২০ হাজার ও ক্ষতিগ্রস্ত ১৯ পরিবারকে ২৫০০ টাকা করে প্রদান করা হয়।
রবিবার (২৩ মে) বিকেলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বসতঘর পরিদর্শন শেষে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী এই সহায়তা প্রদান করেন।
একই সাথে উপজেলা পরিষদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু ও ১ কেজি করে লবণ বিতরণ করা হয়।
এসময় বাঁশখালী উপজেলা চেয়ারম্যান চৌধুরী মুহাম্মদ গালিব সাদলী, পুঁইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতানুল গণি চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম মিয়াজী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা সমরঞ্জন বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রবিবার দিবাগত রাতে বিদ্যুতের শটসার্কিট থেকে সৃষ্ট আগুনে বাঁশখালীর পুঁইছড়ি ইউনিয়নের তেলিয়াকাটা এলাকার ১৯ পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এসময় ঘুমন্ত অবস্থায় সাইমা নামের ৭ বছরের এক শিশু অগ্নিদগ্ধ হয়ে নিহত হয়।