পশ্চিম বাঁশাখালীর সচেতন ছাত্র সমাজের আয়োজনে ফিলিস্তিনে মুসলমানদের উপর ইসরাইলী বর্বর হামলার প্রতিবাদে বাঁশখালীর মোশাররফ আলী মিয়ার বাজারে এক মানববন্ধন গতকাল ৫ টায় অনুষ্ঠিত হয়।
মুহাম্মদ মিজানুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন খায়রুল বশর, আমিরুল ইসলাম, নাহিম তালুদার মুরশেদ। মানববন্ধনে উপস্থিত ছিলেন অসংখ্য ছাত্র ও স্থানীয় জনতা।
মানববন্ধনে বক্তারা ইসরাইলকে সন্ত্রাসী ঘোষণা দিয়ে ফিলিস্তিনের পক্ষে সংহতি প্রকাশ করে সাহায্য করায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান এবং বক্তারা বলেন কোন মুসলমানকে হামলা করা হলে অন্য মুসলমান কখনো চুপ থাকতে পারেনা তারা শুধু মুসলমান নয় মানবতার প্রশ্নে সারা বিশ্বকে ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে দোয়া মুনাজাতের মাধ্যমে শেষ করেন।
প্রেস বিজ্ঞপ্তি