মো. তানভীর হোসাইন, বাঁশখালী টাইমস: “চল আবার খুঁজে আনি আজ বন্ধু দিনের বেলা/ হারিয়ে যাক ভার্চুয়াল এই বন্ধু খেলা”
ঐতিহ্যবাহী বাণীগ্রাম সাধনপুর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সম্প্রতি ব্যাচ ২০১৭ (শতবর্ষী ব্যাচ) এর ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়। সকল ১০ টার দিকে ব্যাচের সবাই বিদ্যালয়ে উপস্থিত হয়। সকাল ১১ থেকে চলে নাচ, গান আড্ডা এবং বক্তৃতা। দুপুর ১ টার দিকে লাঞ্চ। দুপুর ২ টার পর থেকে উপহার আদান-প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
